আপন ফাউন্ডেশন

Tag: প্রভাত

কবিতা – প্রভাত প্রার্থনা

এ নির্মল প্রভাতও বেলায়, চাহি তব দ্বারে, হে দয়াময় - কর কর দান মোরে ক্লান্তিহীন প্রাণ, বিরাট, বিশাল, বিপুল হৃদয়।

কবিতা – প্রভাতের ডাক

তিমির রাত্রি পোহাইছে সবে, কালঘুম আঁখি ছাড়ি সরিয়াছে যবে, নয়ন মেলিয়া চাহিয়াছে কবি, নব রঙে রাঙা জগৎও ব্যাপিয়া, শ্রুভ্র দিবাকর