সংগীত – আমি শুনি সদা বাঁশরী ধ্বনি

লাবিব মাহফুজ

আমি শুনি সদা বাঁশরী ধ্বনি মন যমুনার পাড়ে
ওরে ডাকে কানু দিনরজনী আমার নামটি ধরে!

সে তো কদমও ডালে
আসে লীলার ও ছলে,
ও সে লীলাধারী, মোহন মুরারী
বাজায় বারে বারে –
আমি যে অবলা অতি
কেমনে বুঝাই তারে।

ঘরেতে মোর সবাই বাদী
পড়শী আর শাশুড়ি ননদী
তাদের দিয়ে ফাঁকি, বলো সখী
কেমনে যাই বিহারে –
আমার সহেনা আর বাঁশরী সুর
রইতে নারি ঘরে!

শ্যাম কালাচাঁন শ্রীরূপ মহান
আমি রাখবোনা আর এ কূলমান
সকল ছাড়ি, রাই কিশোরী
মরিবো ঐ চরণ ধারে –
লাবিবের এই পূজার ডালি
নাওগো প্রভু কৃপাভরে!

রচনাকাল – 26/10/2020

আপন খবর