লাবিব মাহফুজ
তিমির রাত্রি পোহাইছে সবে
কালঘুম আঁখি ছাড়ি সরিয়াছে যবে
নয়ন মেলিয়া চাহিয়াছে কবি,
নব রঙে রাঙা জগৎও ব্যাপিয়া
শ্রুভ্র দিবাকর জ্যোতি রয়েছে ভেদিয়া
আধার নাশিতে আলো এনেছে ভৈরবী।
কর দুটি হেনে চক্ষে মথিয়া বসি
হেরি শুভ্র রোদ নয়ন আক্রোশি
বলিছে রে অভাগা, ঘুম ছেড়ে উঠে,
স্রষ্টার প্রেমাঞ্জলি লওহে বরিয়া
লও ডাক শিরে তমঃ বিদারী জানিয়া
আঁচল ভরিয়া নাও, নাও করপুটে।
এহেন প্রভাত উঠিছে ফুটিয়া
তব মায়া পথে এ রহিছে দাড়াইয়া
আকড়িয়ে ধর তারে আশীর্বাদ জেনে,
শ্রুভ্র প্রভাতের মতো তোমারী জীবন
কর পূতঃ পবিত্র করিয়া গাহন
সকাল সম নির্জলা নিভৃত কাননে।
সমস্ত আধার নাশি বীর বাহু বেশে
ছড়ায়ে দুহাত খানি, উর্দ্ধে নভঃ দেশে
শুনাও সবারে তব বিজয় রথ গান,
উঠিয়াছি আমি আজ আধার নাশিয়া
কলুষ কালো সকল পেছনে ফেলিয়া
চলেছি কাওসার পানে, করিতে অমৃত পান।
রচনাকাল – 12/04/2014