সংগীত – এসে প্রভু হৃদ মাঝারে

লাবিব মাহফুজ

এসে প্রভু হৃদ মাঝারে লুকালে আবার
আঁখিনীড়ে বারিস্রোতে খুঁজবো কত আর।

পরাণও মেলিয়া ধরে, ওই রাঙা চরণও পরে
বিলাইয়া আপনারে, হইলাম তোমার,
হৃদ যমুনার কূলে কূলে, বসন্তেরী ফুল ফলে
সাজাইয়া হৃদয় মূলে, দিলাম উপহার।

ধরাতে অনন্ত জ্যোতি, তোমারী রূপেরও বাতি
জ্বালাইলাম দিবারাতি, পরাণও মাঝার,
এ হৃদয়ও আর্শী করে, তোমারে চাই দেখিবারে
ফিরাইতে অসীমেরে, আমাতে আবার।

আমি যবে তোমার তরে, লুটাইলাম চরণ পরে
দয়াময় নামটি ধরে, করিও উদ্ধার,
হারাইওনা মনের ধ্যানে, ফেলিওনা সূদুর বনে
লাবিবেরে শ্রীচরণে, রাখিও তোমার।

রচনাকাল – 28/08/2018

আপন খবর