সংগীত – এ কেমন মায়া ডোরে

লাবিব মাহফুজ

এ কেমন মায়াডোরে বান্ধিলে আমারে
আমার দেহ মন প্রাণ পড়লো বাধা
তোমার প্রেমের রশি ধরে।

শুনি মায়াশূণ্য হলে ভবে, পায় সে শ্রীচরণ
ঐ চরণেও মায়ায় আমি, ঘুরি ত্রিভূবন।
চাই তোমার করুণার সন্ধান, লইতে শিরোপরে।

দুঃখে ছাওয়া ভব মায়া করে সন্তরণ
ঐ চরণের মায়ায় উতলা, আমি নিশিদিন।
আমার প্রতি অঙ্গে করে আলিঙ্গন, রাখ চরণ পরে।

ঐ রাতুল ও চরণের আশে, লাবিবের মন প্রাণ
অহর্নিশি বুকে ধরে, তোমার নাম গুণ ধ্যান।
পদতলে বিছায়ে দেহপ্রাণ, রাখবো বুকেরও বাসরে।

রচনাকাল – 28/06/2015

আপন খবর