লাবিব মাহফুজ
আসছি আবার ফিরে
জলতরঙ্গে তুলিতে নাচন বনমালীর সুরে সুরে
আসছি আবার ফিরে।
আসছি দ্রুতই তোমার তরে তোমায় লইতে প্রাণে
আসছি ওগো অবুঝ বালক তোমার হৃদ কাননে।
বন্ধু, আমি আসবো ফিরে
এ বিজনের শত দহন জ্বালা নিভাইতে তোমার নীড়ে।
ধরার সকল শাপ তাপ লয়ে আপনার বুকে এতদিন
হয়ে গেছি মৃতপ্রাণ, জ্বলিছে জ্বলন শুধু তোমার বিস্বরণ!
আর পারছি না। ফিরিব আবার –
তোমার কোলের শান্ত ভুমিতে সমাহিত পূণর্বার।
জাগিবো না আর। শত সহস্র বছর যাক ফুরায়ে
ধরার বিধানে এ প্রাণ মন গিয়াছে অনেক ক্ষয়ে!
এবার আবার প্রাণে মিলনে প্রাণ পাব ফিরে
আসছি তোমার ঘরে।
বন্ধু আসছি দ্রুত –
এ প্রাণ কে রাখিতে তোমার, অভ্রান্ত অচ্যুত!
আর একবার জ্বালিবো দহন আনিবো প্লাবন ধারা!
নয়ন খুলিয়া চাহিবো একবার ধরায় সর্বহারা
রয়েছে যারা তাদের তরে আনিবো মরণ বীন
সে সুরে যত রাজ ভিখারীনি হইবে মুক্তপ্রাণ!
আনিবো একবার বিষজ্বালা সুর কালনাগ দংশন
জ্বলিবে সকল ধরার কলুষ সে বিষে মৃত্যুপণ!
একবার তুলিব কলতান প্রাণের জলধী নিঙারী হায়
এক ফোটা প্রেম বুনিব ধরার হৃদয় পিঞ্জিরায়!
এক বার মোর হৃদয় হাহাকার দীর্ঘশ্বাসে পড়িবে ঝড়ে
বয়ে যাবে ধরায় অনল দরিয়া শাপ তাপ লয়ে শিরে।
আমি আসিবো ফিরে
তোমার কোলে ঘুমাতে বন্ধু তোমার প্রেমের নীড়ে।
রচনাকাল – 10/02/2018