আপন ফাউন্ডেশন

Tag: ভজন

সংগীত – হে অনন্ত রূপময়

হে অনন্ত রূপ ময়, রূপ দর্শনে মোর আকুল পরাণে, উঠে প্রসন্নতা উৎসারী - চির প্রাণারাম শঙ্খ পদ্ম গদা চক্র, চতুর্ভূজধারী।

সংগীত – করিতে চাহি তব স্তব হে স্বামী

করিতে চাহি তব স্তব হে স্বামী হে জগৎপতি, এ ধরায় ক্ষুদ্র আমি, কি করে প্রকাশি তব বিভূতি! - লাবিব মাহফুজ

সংগীত – আসো হৃদয়ে প্রিয় আমার

আসো হৃদয়ে প্রিয় আমার আসোগো শ্যাম, তব চরণও পরেতে চাই, জানাতে প্রণাম। - লাবিব মাহফুজ

সংগীত – ওগো ভক্তপতি জনার্দন, শ্রীকৃষ্ণ ভগবান

ওগো ভক্তপতি জনার্দন, শ্রীকৃষ্ণ ভগবান, স্তব মম জন্মাধিজন্মে দিও শ্রীচরণ। আকুলিনী আমি তব প্রেমও অভিলাষে, প্রেমময়ী মুরতী হেরী শিতলিত নয়ন।

সংগীত – রুমঝুম রবে বৃষ্টি ঝড়ে অবিরাম

রুমঝুম রবে বৃষ্টি ঝড়ে অবিরাম, স্নান সেরে এ ধরা জানায় প্রণাম। মঙ্গলাপতি হে ধরণীত জ্যোতি, মহিমা সকলি তব নমঃ তব নাম।

সংগীত – জনমে জনমে সখি

জনমে জনমে সখি, পদতলে তব স্থান মোরে দিও। জীবনও ভরে যতনও করে, রেখেছি তোমারে, হৃদয়ও বাসরে, ফুলশয্যায় মম, আসনও করিও।

সংগীত – চির আকাঙ্খী আকুলিনী

চির আকাঙ্খী আকুলিনী, পিয়াসী তব, পুরাও হৃদ বাসনা, প্রার্থনা স্তব। মঞ্জুরিয়া হে অসীমও মহান, আসো আসো হৃদপদ্মে, আসো হে দেব।

সংগীত – কেমন তোমার লীলা খেলা

কেমন তোমার লীলা খেলা বুঝি কেমন করে, ফেরেস্তারা সেজদা করে মাটির আদমরে। বানাইলা কাদামাটি দিয়া, মাটির আদমরে। লাবিব মাহফুজ