আপন ফাউন্ডেশন

সংগীত – হে অনন্ত রূপময়

Date:

Share post:

লাবিব মাহফুজ

হে অনন্ত রূপময়
রূপ দর্শনে মোর আকুল পরাণে
উঠে প্রসন্নতা উৎসারী –
চির প্রাণারাম শঙ্খ পদ্ম গদা চক্র
চতুর্ভূজধারী।

বিপদভূঞ্জন হে অভাগার ধন
আর্তেরও তুমি শ্যামা সুন্দর,
খুঁজে যে তোমারে, তার নিখিল দুয়ারে
তার তরে তুমি ব্রজেরও প্রিয় স্বাকার।
চাহে যে তোমারে তার হৃদয়ও মঞ্জরে
তুমিই শ্রী রূপ সনাতন, যমুনাচারী।

বাসনার সাধনও তুমি
ভক্তের চন্দনও প্রেমাঞ্জল,
বিভূ তুমি শ্রী বৈভবে, বাঞ্ছা কল্পতরু
তুমি মাশুক আশেকের প্রেমভক্তি অশ্রুজল।
প্রার্থনা তোমা তরে, অনঙ্গ মঞ্জরে
আঠার দন্ড নিশা যেন, থাকে দিবস শর্বরী।

রচনাকাল – 02/01/2014

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles