লাবিব মাহফুজ
রুমঝুম রবে বৃষ্টি ঝড়ে অবিরাম
স্নান সেরে এ ধরা জানায় প্রণাম,
মঙ্গলাপতি হে ধরণীত জ্যোতি
মহিমা সকলি তব নমঃ তব নাম।
কমলও লোচনও তব চির সুখধারী
সদয় দৃষ্টিতলে ঝড়ে সুধা বারি
করুণা চাহি আমি বসুধাপতি
চরণও ঠাঁই চাহিহে মঙ্গলাধাম।
করুণা সিন্ধু তুমি বিশাল মহান
তব স্তব হোক মম আরাধনা ধ্যান।
মম লোচনও পানে দিও প্রেমও জ্যোতি
দিও নাম মালা গলে, প্রজাধিরাম।
রচনাকাল – 18/08/2012