সংগীত – আসো হৃদয়ে প্রিয় আমার

লাবিব মাহফুজ

আসো হৃদয়ে প্রিয় আমার আসোগো শ্যাম
তব চরণও পরেতে চাই, জানাতে প্রণাম।

সম্মুখে দাঁড়ায়ে মম হাস নিরবধী
বারে বারে মম পানে, চাহিয়া অবধী
ডাকিয়া বলো মোরে, প্রেমও মালা দাও যদি
তবে সঁপিব তোমা তরে, প্রেমাঞ্জল কাম।

লয়ে তব নামধ্বনি, বংশীধ্বনী সুরে মাখা
মম হৃদয়ে তোমারি, রয়েছে আসন রাখা।
ডাকিয়ে হেথায়, আসিবে প্রিয় সখা
গাইতে নেচে গেয়ে জগৎস্বামী নাম।

রচনাকাল – 12/10/2012

আপন খবর