লাবিব মাহফুজ
কেমন তোমার লীলা খেলা বুঝি কেমন করে
ফেরেস্তারা সেজদা করে মাটির আদমরে।
বানাইলা কাদামাটি দিয়া, মাটির আদমরে
লুকাইয়া রাখিয়া দিলা, গোপন অন্দরে।
যবে করিলা প্রকাশ, মনে ছিল যে কি আশ
সবার চাইতে উপরে স্থান দিলা মানুষরে।
আদমরে দিলা সকল জ্ঞান
জ্ঞান জাহের ও বাতেন
সেই জ্ঞানেতে জ্ঞানী হইয়া আদম পায় সম্মান।
সেই জ্ঞান আছে তোর মাঝারেও, লুকাইলি ধন।
আশরাফুল মাখলুকাতে
দাবি করিস দিনে রাতে
সেই ধন না আসিলে হাতে, তুই নিকৃষ্ট জন।
লাবিব বলে সেই ধন পাবি, গুরুর সিনায় রে।
রচনাকাল – 26/10/2011