সংগীত – জনমে জনমে সখি

লাবিব মাহফুজ

জনমে জনমে সখি
পদতলে তব স্থান মোরে দিও।

জীবনও ভরে যতনও করে
রেখেছি তোমারে, হৃদয়ও বাসরে
ফুলশয্যায় মম, আসনও করিও।

আঁখিতলে মম মধুরা বৃন্দাবন
সজলও নয়নে দেখো তোমারি আমন্ত্রণ,
রূপ মনোহর ঐ আহা কি সুন্দর
পলকে পলকে মোর নয়নে হেরিও।

হৃদয়ও আর্শী মম, না ধরে যেনো যম
উজ্জলও নেহারীতে সাফ করিয়া লইও।
আকুতি আমার প্রিয়, বুঝাইয়া অতীন্দ্রিয়
মিশাইয়া প্রজ্ঞাময়, আপন করিয়া নিও।

রচনাকাল – 11-06-2012

আপন খবর