সংগীত – চির আকাঙ্খী আকুলিনী

লাবিব মাহফুজ

চির আকাঙ্খী আকুলিনী, পিয়াসী তব
পুরাও হৃদ বাসনা, প্রার্থনা স্তব
মঞ্জুরিয়া হে অসীমও মহান
আসো আসো হৃদপদ্মে, আসো হে দেব।

মেঘ পিয়াসী চাতক যেমনি আকুল
ভগবান বিহনে হৃদয় তেমনি ব্যাকুল।
ক্বলবের প্রাণ গো প্রভু তোমারী যে নূর
নূর চমকও আশে চেয়ে থাকবো।

জানিনা সূর্যমুখী কোনসে আশায়
সাধনা বন্দনার তার সূর্য বিধাতায়।
দর্শন দাও শ্রী শ্যাম তব প্রেম কাননে গো
নিরজনে সখি, মধুরও আলিঙ্গনে
তোমারেই এ বুকে চাইবো।

রচনাকাল – 11/09/2012

আপন খবর