আপন ফাউন্ডেশন

Tag: লালন শাহ

১/৩ বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয় ০২

কিন্তু বাউল-ফকির সমাজ প্রান্তিক হয়েও কতখানি অগ্রসর আমরা তা জানি না। তার সাধনা নিছক ব্যক্তিগত সাধনা নয়। তারা মানবজীবন ও মানুষকেই প্রধান অবলম্বন মনে করেন।

লালন শাহ এর গানে আত্মতত্ত্ব ও গুরুতত্ত্ব

বাঙালীর চেতনায় সর্বাধিক আলোকিত এক মহাপুরুষ হলেন মহাত্মা ফকির লালন শাহ। বাঙলী মানসে রেসালাতের সুমহান দেশনা প্রজ্জলনে তাঁর রয়েছে সমধিক অবদান।

১/৩ মহামতি লালন দেশনার উপযোগিতা

বর্তমান অস্থির ও সংকটাপন্ন দুনিয়ায় মহামতি লালন শাহ ফকির প্রদত্ত দেশনাবলী যদি অনুশীলন করা যায় তবে প্রতিষ্ঠিত হবে শান্তি ও ধর্ম।