সংগীত – মাওলা তুমি বড়ই কারিগর

লাবিব মাহফুজ

মাওলা তুমি বড়ই কারিগর
আলিফ নামক কলম লয়ে –
লিখতেছো এই চরাচর!

পঞ্চনুক্তায় কলম তোমার, তিনস্তরে হয় গঠন
পাঁচটি রঙ মিলাইয়া প্রভু, গঠলে জাহান নূরীতন।
লিখলে এবার সাতটি বিন্দু, সাত হরফে ভব সিন্ধু
সাবআ মাছানি কালাম, করলে প্রকাশ ফাতেহার।

আঠারো হাজার কালাম লিখলে, নূর কালিতে এরাদায়
তেফেল কামিল না হওয়াতে, বারো কারের অভিপ্রায়।
সাতে পাচে বারো কারে, কলম তোমার ঘুরে ফিরে
গঠলে এবার ইনছানি রূপ, আপন রূপ করে জাহির।

বারো তনে মানব সুরত, লেখা তোমার হইল শেষ
অখন্ড এ কিতাবখানি, ধরার মাঝে হয় প্রকাশ।
চলছো লিখে দিন রজনী, মানব সুরত নূর নূরানী
লাবিব বলে ইনছানি ভেদ, জেনে ধর্ম করো সার।

রচনাকাল – 09/09/2023

আপন খবর