লাবিব মাহফুজ
এমনও ফাগুনও পূর্ণিমায়
এমনও বসন্তের হোলিখেলায়
দিশেহারা মন, তব রূপ লাগি
প্রণয় জোছনা তলে, রয়েছি জাগি
রূপ সুধা বারি, দাও ভরি নয়না
ঘরে কি থাকিতে দিবে না?
এতো আলো বরিষণ
প্রাণ করে উচাটন
এ জ্যোতির খেলায়, হে প্রেমোময়
পরশ দিও মোর প্রাণের কোনায়,
নইলে এ মায়াবী রাতে আর বাঁচিনা
কি করে পাশরী, প্রাণে তো সহেনা!
রচনাকাল – 10/10/2017