কবিতা – নিষ্ঠুর কবর

লেখক – লাবিব মাহফুজ চিশতী

কাঁদছে নবী মায়ের ধারে
দেখাও মাগো আমার বাবারে
একদিনও তো পেলামনা তাঁর দেখা,
খোঁজ খবরে পাইনা তারে
এথায় রেখে আমাদেরে
কোন সুদূরে রয়েছে সে একা?

মায়ে বলে নবীর কাছে
তোমার পিতা মদিনায় আছে
বন্দী হইয়া ইয়াসরিব কারাগারে,
নবী বলে যাবো সেথায়
আমার বাবা আছে যেথায়
সেথা গিয়ে উঠবো কোলে মহা আদরে।

শ্বশুড়ের অনুমতি পাইয়া
দাসীকে সাথী করিয়া
পৌঁছা্ইলেন গিয়া ইয়াসবির,
সেখানে গিয়ে হায়
মা আমেনার বুক ফেটে যায়
তুমি কেনো এত নিষ্ঠুর, নিরব?

ওগো আমার প্রাণের স্বামী
একটিবার ওঠো তুমি
এসেছে তোমার প্রাণের বাছাধন,
শুধু একবার নাও কোলে
সব যাতনা যাবো ভুলে
ভরাও পুত্রের শূণ্য হতাশ মন।

কবর থেকে শব্দ না আসে
মা আমিনার বক্ষ ভাসে
পাশে দাড়িয়ে শিশু বিশ্বনবী,
এতোক্ষনে বুঝতে পারে
মাকে জড়িয়ে ধরে
হে খোদা, কেন দেখালে এহেন নিষ্ঠুর ছবি।

রচনাকাল – 02/08/2011
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর