আপন ফাউন্ডেশন

সংগীত – একলা এসে ক্ষণিক প্রিয়

Date:

লাবিব মাহফুজ

একলা এসে ক্ষনিক প্রিয়
বসো কূলের ধারে,
আমার ভাঙন নদীর তীরে প্রিয়
ভাঙন নদীর তীরে।

নিশিথীনির জ্যোৎস্না ধোওয়া
আকাশ গাঙে ভাসিয়ে খেয়া,
ঝলমল তার উছল স্রোতে, বসো স্রোতে বিহারে
যেথায় ফুটছে নিতি গীত শতদল
কালের কুঞ্জ পরে।

চাঁদের পেয়ালায় প্রিয় শারাব ঢেলে
নীলাম্বরী শাড়ীর নীল আচলে –
জড়ায়ে মহাকাল প্রেমের আলিঙ্গণে
বয়ে যাক সুরস্রোত ভৈরবী সুরে।
মৃদু মৃদু ছন্দে তব চরণ ফেলে
এসো ওগো প্রিয় মোর হৃদয় যমুনা পাড়ে।

রচনাকাল – 06/08/2019

সাবস্ক্রাইব করুন

More Posts