আপন ফাউন্ডেশন

Tag: শ্রী কৃষ্ণ

সংগীত – হে অনন্ত রূপময়

হে অনন্ত রূপ ময়, রূপ দর্শনে মোর আকুল পরাণে, উঠে প্রসন্নতা উৎসারী - চির প্রাণারাম শঙ্খ পদ্ম গদা চক্র, চতুর্ভূজধারী।

সংগীত – শ্রী কৃষ্ণ চৈতন্যের চরণও কমলে

শ্রী কৃষ্ণ চৈতন্যের চরনও কমলে, পুজা অর্ঘ্য বিছাইলাম, প্রেমানন্দ মূলে। হে গোবিন্দ সদানন্দ হরি নামেতে নিতাই, গোঁরাচাঁন্দের - লাবিব মাহফুজ