সংগীত – আমি দয়াল বলে দিবানিশি

লাবিব মাহফুজ

আমি দয়াল বলে দিবানিশি ভাসি নয়ন জলে,
আমায় দয়া করে পার করিও পারঘাটার অকূলে।

দয়াল আমি অতি মূঢ় মতি, নাই পথের সামান
তোমার নাম ভরসা করে আমি, বাইতেছি উজান
পতিতেরে করো তারণ, তুলে নিয়ে কোলে।

দয়াল দেহ ভরা পাপে তাপে, হৃদয় ভরা কালী
আমি দয়াল দয়াল বলে কান্দি, লইয়া পাপের ডালি
লাবিবেরে লইও তুলি তোমার অসীম দয়া তলে।

রচনাকাল – 24/10/2019

আপন খবর