লাবিব মাহফুজ
আমার হৃদয় কুঞ্জে দ্রাক্ষালতার
নিঝুম ছায়াবন
তার সুবাস সমীর, মাতাল করে
অমায় সর্বক্ষণ।
আমি সুরে সুরে, ফুল বাসরে
তাহার গুন গাই
ভাব উন্মত্ততায়, প্রেম সোহাগে
নিজেরে হারাই।
সে বিহনে থাকতে নারি, যে মোর হৃদয়েরও ধন-
আমি সপ্তসুরে, প্রাণ শিখরে, চাই তাহার আলিঙ্গন।
রচনাকাল – 20/10/2017