লাবিব মাহফুজ
শ্রী কৃষ্ণ চৈতন্যের চরনও কমলে
পুজা অর্ঘ্য বিছাইলাম, প্রেমানন্দ মূলে।
হে গোবিন্দ সদানন্দ হরি নামেতে নিতাই
গোঁরাচাঁন্দের কন্ঠসুরে ব্রজের ও কানাই।
সবে বলে হরি বোল, হরি নামে প্রাণ আকুল
কৃষ্ণ সে তো প্রেমের কাঙাল, রাধারও আঁচলে।
ভক্তের কন্ঠে জয় ভগবান
ভক্তের প্রেমে নন্দের নন্দন
প্রেমও গাইনে, প্রেমেতে ডুবিলে,
হরি নামে সুধা ঝড়ে অর্ঘ্য সখি ভাবে মরে
সর্ব তরে, জানাই মিনতি চরণ কমলে
প্রেম জোয়ারে ভাসিয়ে মন,
গাও সারাক্ষণ শ্রীকৃষ্ণ গান
হরি নামে হৃদয় ও মজিলে—
গাও
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
রচনাকাল – 01/02/2014