আপন ফাউন্ডেশন

Tag: আধ্যাত্মিকতা

২/৩ আহলে বাইয়্যেত বনাম খিলাফত, রাজতন্ত্র ০২

রাসুল (সা:) হযরত আলী (আ:) এর দুই হাত উপস্থিত জনতার সামনে তুলে ধরে ঘোষণা দিলেন, মান কুন্তুম মাওলাহু ফাহায আলীউন মাওলাহু আল্লাহুমা ওয়ালেমান

প্রবন্ধ – সত্ত্বা র স্বতঃপ্রমাণ

পরম সত্ত্বা হতেই এ জগত সমুহ আগত, পরম সত্ত্বাতেই স্থিতি এবং পরম সত্ত্বাতেই পরিণতি- সেহেতু জগতে নিত্যময়তার বিরুদ্ধবাদী কিছু থাকাটা অসম্ভব।

১/৩ আধ্যাত্মিকতা’র বিকশিত পথ সুফিবাদ

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এ শ্রেষ্ঠত্ব এসেছে তার মেধা, গঠন ও সুরত শৈলীর কল্যাণে। সে সৃষ্টিকে এমন করে সৃজন করে কুল আলমকে করেছে সুশৃঙ্খল, প্রাধান্য পেয়েছে প্রভুত্বের। মহান আল্লাহ পাক এই মানুষের মননে ছাবেত হয়ে তার প্রশংসার সবটুকু কুড়িয়ে নিয়েছেন।