অনুকাব্য – চৈতন্যের পানশালা

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
নফস এজিদের বশ্যতা না মেনে,
হোসাঈন সম হায়,
আপনারে বিলাও গুরুর শ্রীচরণে
মরণ কারবালায়।

2.
এ নিত্য কারবালায়
হে শাশ্বত হোসাঈন,
চৈতন্যের মহাধামে
করো নিজেরে সমর্পণ।

3.
মোর আত্মার যত মলিনতা আজ
ধুয়ে মুছে সব যাক,
ভেসে যাক ফোরাতের রক্তস্রোতে
সব কলঙ্ক, নাপাক।
জয় হোক আত্মার, আত্মবলিদানে
ত্যাগের কারবালায়,
উঠুক জ্বলিয়া প্রাণে মহাপ্রেমশিখা
চৈতন্যের পানশালায়।

4.
তোমরা মহান, নেকীর ভাগাড়ে
শকুন হয়ে আছো পড়ে,
আমি অতি হীন, কাঁদি রাত্রদিন
প্রেমের দায় লইয়া শিরে ।।

5.
তোমরা তো তারে বাহিরে খুঁজো
দৃষ্টি মেলিয়া জগৎ পানে,
আমি তো অন্ধ, দৃষ্টি না যায় দূরে
তাই চেয়ে আছি হৃদয় কোনে!!!

6.
ধর্মাধর্ম ভূতের কর্ম
বেগার খাটা জীবন ভর,
ওসব ফন্দিফিকির ছেড়ে করগে
মানুষেতে প্রেম আচার…

7.
মাফ চাইবার কি মহাসমারোহ
পাপী না হলে!
তাপী বলেই তো তব এত মিনতি
আপন সত্যরে অবহেলে!

8.
যে রহে সদায় ভিতরে আমার
তারে কি করে বাহিরে ডাকি,
অন্তরে তারে দেখিবো বলে
বাহিরের চক্ষু মুদিয়া থাকি।

9.
কালের বাসরে মোর ঘরখানি প্রিয়,
তোমার করুণা দিয়া যতনে সাজাইও।
আমারে রাখিও তব চরণও আলোয়,
অবিরাম, দিও ঠাঁই, তব কৃপা সাহারায়।

10.
যারে খুঁজি দিবারাতি
সেও তো আমায় খুঁজিয়া ফিরিছে
আদীকাল হতে আজ অবধি!

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর