সংগীত – মাতিয়ে এ প্রাণ, ওহে ভগবান

লাবিব মাহফুজ

মাতিয়ে এ প্রাণ, ওহে ভগবান
লুকায়ে লুকায়ে কেন কর খেলা মোর সনে,
অবলারে দিয়া আঘাত কি সুখ তুমি পাও মনে।

অক্ষমেরই আঁখি ধারায়
সুখ বুঝি পাও তুমি গো দয়াল
সুখ বুঝি পাও তুমি,
তাইতে মোরে কান্দাইয়া
লুকাইয়া হাস হে স্বামী।
আমার এ মনো প্রাণ দয়াল সঁপিয়াছি চরণে।

অবলারে লইয়া তুমি
করছো কি রঙ্গ খেলা গো দয়াল
করছো কি রঙ্গ খেলা।
মোর সবি তোমার, রাখি নাইতো
আপন নামের ভেলা।
তোমার প্রেমের প্রেমিক বানায়া মোরে যাতনা দিও প্রাণে।

তব প্রেমানন্দে মাতিয়ে মোরে
দিও দরশন গো দয়াল
দিও দরশন।
আইস আমার হৃদ পিঞ্জরে
লয়ে প্রেম অমূল্য রতন।
অধম লাবিবেরই পোড়া বুকে বইসো সিংহাসনে।

রচনাকাল – 23/05/2014

আপন খবর