কবিতা – কবি

লাবিব মাহফুজ

নাই বা হলাম কবি!
নয়নে আমার ভাসে নিশিদিন অপরূপ তব ছবি!

যে ছবি খানি হেরিছে নয়ন, হৃদয় তাহারে আঁকে,
শ্রীরূপ হতে রূপ রস নিয়ে, কাগজ কালির বাঁকে।
তাহারেই লিখে যাই –
এ লেখারে তুমি গদ্য বা পদ্য – বল যা খুশি তাই!

স্বরূপ তাহার অপরূপ রূপে
তোমাতে উঠিছে ফুটে,
অনুরাগ বলে তারে ধরো সযতনে
আপন ও হৃদয় চিত্রপটে।
এবার লিখে যাও…
কবি বা অকবি যাই বলুক লোকে
শুধু তাহাতেই নিমগ্ন রও!

রচনাকাল – 27/02/2016

আপন খবর