লাবিব মাহফুজ
অনন্ত অসীমও প্রভু
মহিমা গাই অনুক্ষণ,
বিসমিল্লাহতে মঞ্চ গড়ে
বসলে তাতে নিরঞ্জন!
বিসমিল্লাহ রয় জগত জোড়া
নব্বই হাজার কালাম ঘেরা
উনিশ অক্ষর মোহনচূড়া
উনিশ মঞ্জিল রয় গোপন।
বা ইছমি আল্লাহ রহমানে
রহিম শক্তি পাঞ্জাতনে
পঞ্চভাগে স্বরূপ সনে
ছাবেত করো আশেকান।
আসমান জমিন পঞ্চনূরে
পাঁচ কলেমায় ভূবন জুড়ে
বিসমিল্লাহয় বা নুক্তা ধরে
জগত করে নূরীতন।
সৃষ্টিতত্ত্ব নূরের ধারা
বিসমিল্লাহ তে প্রকাশ করা
লাবিব কয় ধরতে অধরা
গুরুপদে রাখো মন।
রচনাকাল – 13/01/2023