আপন ফাউন্ডেশন

Tag: জীবন

কবিতা – প্রলয়শিখা

চির অধীর চিত্তে মম বৈরাগ জীবনের, কুণ্ঠিত আমি। বঞ্চিত অসম পিয়াসী এ মন, সঞ্চিত সব ব্যাথা সুনিবিড়, আবদ্ধ গৃহকোণ -ত্যাজিয়া সকল গোলক সম -

প্রবন্ধ – নব নির্মাণ

জীবন-সিন্ধু মন্থন করিয়া অঞ্জলী ভরিয়া নাও মহাপ্রেমের অমৃত। জীবন দুয়ারে স্বাগত জানাও জাগরণকে। ওঠো কালনিদ্রা ত্যাজিয়া। জেগে উঠুক নব নির্মাণ।

প্রবন্ধ – অনন্ত উন্মাদনা

উত্থান পতনে গড়া এই জীবন। যে জীবন এর নিত্যসঙ্গী দৈন্য-হতাশা, হাহাকার আর ব্যার্থতার পূঞ্জীভূত অভিমান। জগতে সেই সফল যার আছে অনন্ত উন্মাদনা ।