সংগীত – পাষানে বেঁধে এ প্রাণ

লাবিব মাহফুজ

পাষানে বেঁধে এ প্রাণ, আর কতদিন
কতকাল সইবো নিরবে যাতনা,
তব প্রেমের দায়ে পায়ে পায়ে, পাইলাম লাঞ্ছনা।

এ মনপ্রাণ বন্ধু আমি সঁপেছি তোমারে
তোমা বিনে নাই অন্য আশা, বাসনা অন্তরে।
প্রেম কলঙ্ক ভব সংসারে, ভয়তো করি না।

এ পরাণে আপন যেজন, ভালোবেসে তারে
সইবো আমি সকল জ্বালা, এ ভব সংসারে।
লাবিব বলে শত দুঃখেও, তোমায় ভুলবোনা।

রচনাকাল – 13/07/2014

আপন খবর