লাবিব মাহফুজ
মায়াময় হে মহান তব চরণ আলোয়
জগৎ মায়া ভুলায়ে বিলালে প্রণয়।
ঐ চরণও মায়ায় প্রাণ পেল আপনারে
আকুল ও হইল প্রাণ, চরণও বীণা সুরে,
হীন জন মনে আজ, প্রেমের অঙ্কুরে
আনে হৃদয়ে চরণ মায়ার বলয়।
জগৎও মাতায়ে সখা নূপুরও ছন্দে
আনিলে মহামায়া প্রেমের আনন্দে,
ত্যাজিয়া সকল মায়া চরণারবিন্দেে
উপনীত এ অভাজন, চরণ মায়ায়।
রচনাকাল – 26/10/2018