লাবিব মাহফুজ
যদি কোন দিন
আসে শত প্রতিক্ষিত সে ক্ষণ,
গোধূলীর সুবর্ণচ্ছটায়,
আবির রাঙা রক্তিম আভায় –
বেদনা বিধূর ভাটিয়ালি সুর
ক্ষণস্পর্শী হাওয়া অক্লান্ত সুমধুর
মায়াবী এ লগন –
উল্লসিত হরষিত যেন দিগন্ত কাঞ্চন!
শ্রান্ত দেহখানি এলিয়ে আছে পশ্চিমে দিবাকর
জলস্থল সঙ্গমে দাড়ায়ে মুখোমুখি দুজনার।
নীরব, অজান্তে চলছে বৈঠা তরণী
পার হয়ে কত বিঘ্ন, কত দ্বিধা স্বরণী!
অবশেষে –
বহু দূর হতে দুজন দাঁড়াবে পাশে এসে
মিলায়ে হাতে হাত –
হৃদয়ের সব ভাবনাগুলি নহে আজিকে তফাৎ!
নিরুদ্দেশে গন্তব্যহীন পথে হাঁটিবে দুটি প্রাণ
মহাকাল চির মূর্তমান।
স্বয়ং বিধাতা প্রথম দম্পতি সম করিবেন আশীর্বাদ।
দিকে দিকে উচ্চরিবে প্রেমের জয়নাদ!
চির মহিমামন্ডিত এ ক্ষণ –
গলেতে ঝুলায়ে গাইবো প্রিয় প্রেমের জয়গান!
হরষে বলিব প্রেম, তুমি মোরে করেছ জীবন দান
প্রেম চির মহীয়ান।
রচনাকাল – 12/02/2014