আপন ফাউন্ডেশন

কবিতা – প্রলয়শিখা

Date:

Share post:

লাবিব মাহফুজ

চির অধীর চিত্তে মম বৈরাগ জীবনের
কুণ্ঠিত আমি!
বঞ্চিত অসম পিয়াসী এ মন
সঞ্চিত সব ব্যাথা সুনিবিড়, আবদ্ধ গৃহকোণ –
ত্যাজিয়া সকল গোলক সম, আবহ দুনিয়ার
আমি অসম, মুক্ত বিহঙ্গ সম, পরশ খোদার খোদায়ীর।

দর্পণ আমি বিশ্ব মাঝে অবহেলিত নন্দিতের
বিশ্বাসী আমি!
মম প্রাণের তিয়াসা পিপাসিত আজ, অব্যক্ত উন্মুখ
চির বিতৃষ্ণায় জর্জরিত প্রাণ, অবহেলায় অসম্মান সম্মুখ –
তবু ত্যাজিয়া সকল জাহের নিয়ম, রীতিনীতি বিশ্বের
আমি উশৃঙ্খল, কাল ফণি সম, বিভিষিকা ধরীত্রির।

রুদ্ধ প্রাচীর আমি ধ্বংসন্মুখ পথে অগ্রসর পৃথ্বীর
আগ্রাসী আমি!
কন্ঠে জড়ায়ে বকুল মালা হাতে প্রলয় শিখা
মহাত্রাস আমি অধীন বিশ্বের, নয়ন ক্রান্তি রেখা –
পেয়ালায় মম প্রাণার্য মদ, অনিবার্য চির উদ্বাস্তুর সংহার
আমি অশান্ত উদ্ধত, বিদ্যুৎ বজ্র সম, আমি অভুক্তের অঙ্গিকার।

আমি তপ্ত রুক্ষ রৌদ্র দহনে, বটশাখের ছায়ানীড়
যাযাবর আমি!
নেশায় উন্মত্ত লোহিত তরবারী, মুষ্ঠে চমকিত বর্শা
যুদ্ধ মম সুন্দরও পূজা, বীরত্বে মহাত্রাস অস্পর্শা –
নাশিতে অনাচার, আশ্রিতে সুন্দর, রুক্ষ দহনে বক্ষ শুকায়ে বীর
আমি বর্বর, কলি মায়া চ্ছিন্ন, সত্য দংশনে মুখর, চিত্ত চির অধীর।

রচনাকাল – 03/10/2013

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles