আপন ফাউন্ডেশন

Tag: সুন্দর

কবিতা – প্রতীক্ষার অবসান

অস্পষ্ট সে প্রতীক্ষা, কল্পিত সুন্দর, স্বাধীনতার জন্য। চাইনা আমি! হোক চির অনন্য সে মহিমা! যা প্রতীক্ষার বেড়াজালে বন্দী!

কবিতা – নিত্যরূপ

হে বসুন্ধরা, স্তব তোমা তরেহে শ্রীধারী, শির নোয়াইনু তোমা পরে।তুমি কোন লীলায়, এমন জ্যোতির্ময়সর্বাঙ্গ তব পূর্ণ, চির সুন্দরতায় - কবিতা।

কবিতা – চির সুন্দর পানে

আজি গোধূলী বাসরে, কর্মহীন প্রায় পরিত্যাক্ত আমি চরাচরে। ভ্রমিনু একা একা পদ্মা তীর ধার, নিমন্ত্রনহীন আগন্তুক যেন, এলাম আনমনে কি জন্য হেন