সংগীত – চিরকাল শ্রী চরণ আশে

লাবিব মাহফুজ

চিরকাল শ্রী চরণ আশে
তোমার পথে পথে রইবো বসে
কৃপা করে অভাগারে, চরণ তলে দিও স্থান
পাপী বলে না ফেলিও, কৃপা করো ভগবান।

আমি দন্ডায়মান তোমার দ্বারে, চির অনুগত
তোমার কৃপা পানে চেয়ে দয়াল, আছি অবিরত।
আমার অন্তরে অনঙ্গ হওগো, দিয়ে রুপের বরিষণ।

দয়াল না পাই যদি রাঙা চরণ, ভবে হব কলঙ্কীনি
প্রেম বিচ্ছেদের দায় বহিয়া, কাটবে দিন রজনী।
কাঙাল লাবিব কান্দে অহর্নিশি, না হইওগো আর পাষাণ।

রচনাকাল ১৩|০৪|২০২১

আপন খবর