আপন ফাউন্ডেশন

কবিতা – প্রভাতী আযান

Date:

Share post:

লাবিব মাহফুজ

মুয়াজ্জিনের কন্ঠে শোনো প্রভাতী আযান
ঘুমের চাইতে নামাজ উত্তম বলছে মুয়াজ্জিন।

মধূর কন্ঠে ঘুমে অচেতন মানব জাগাইয়া দেয়
করে আহ্বান, আয়রে মানুষ, মসজিদ পানে আয়।

তোদের জন্য পাঠাইলো মাবুদ শ্রেষ্ঠ ধর্ম দ্বীন
সে দ্বীনের কাজ সালাত – নামাজ, ভুলে রইলি মন!

ভাবলিনা একবার, আল্লাহ দয়াময়, তোরে পাঠাইলো দুনিয়ায়
পবিত্র নাম তার, করবি প্রচার, চলবি তার ভরসায়।

ভুলে আজ তারে, রংরস ভরে, চলছিস ভব মাঝে
স্রষ্টার আমানত, ধারলিনা ধার তুই অকৃতজ্ঞ সাজে।

এ ভুলের জবাব, দিতে হবে তোরে শেষ বিচারের দিন
জপ তার নাম, এ হৃদয় মাঝে দিবানিশি সারাক্ষন।

রচনাকাল – 06/05/2013

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles