লাবিব মাহফুজ চিশতী
আব হায়াতের নদী লয়ে, এলে সোনার মদিনায়
আমার নবী মোস্তফায়।
আউয়াল নূরে পুশিদাতে, ছিলেন নবী গঞ্জজাতে
জহুর হইয়া এমকানেতে, উদ্ধারে পতিত জনায়।
পাঁচ সাতের প্রেম বাগিচায়, ফুটলো ফুল হয়ে রৌশনময়
বারোতেই বারোর পরিচয়, আশেকজনা খুঁজে পায়।
নবীর পঞ্চ রংয়ের বাঁশিখানি বাজে দেখো দিনরজনী
শুনলো যে বাঁশরী ধ্বনী, সে নবীর দ্বীনে দাখিল হয়।
অধীন লাবিব অতি ভজনশূণ্য, সাধন পথে হয় নগন্য
তোমার কৃপা পেলে হব ধন্য, দীল হইবে নূরময়।
লাবিব মাহফুজ চিশতী