আপন ফাউন্ডেশন

কবিতা – চির সুন্দর পানে

Date:

Share post:

লাবিব মাহফুজ

আজি গোধূলী বাসরে
কর্মহীন প্রায় পরিত্যাক্ত আমি চরাচরে
ভ্রমিনু একা একা পদ্মা তীর ধার,
নিমন্ত্রনহীন আগন্তুক যেন
এলাম আনমনে কি জন্য হেন
চাহিয়া জিজ্ঞাসু নয়নে, শুধালোনা হেতু কেউ তার।

যাদুকরি মন্ত্রমত
হইয়া অভিবেশ শত
হেরী সম্মুখে পড়ে আছে এক জীর্ণ তরণী,
সে তো আতিথেয়তায় পূর্ণধারী
তাহার আমন্ত্রন উপেক্ষিতে নারি
বসিলাম নিরবে পরেতে তাহার তক্তা স্বরণী!

এত সুন্দর চারিধার
এতো মুগ্ধমায়া সাজানো পরিপার
অবারিত সকলি সুন্দরতায় ভরা তথা,
হেরিনু তাকাইয়া
কত রূপাধার রং মিলাইয়া
উদ্ভাসিছে যেন কার সুনিপুন হাত, তাহারই শুভ্রতা।

চারিধারে এতো মায়া
লোচন শ্রীধারী হেরী এ ছায়া
নিষ্কলঙ্ক এ শুভ্রতা প্রাণে গেল গাথি,
সত্য সুন্দরে আমি আত্মহারা
বলিনু ধীরে, ওগো শ্রী বসুন্ধরা
তোমার শুভ্রতারে করো মোর অনন্ত রথ সারথী।

রচনাকাল – 18/04/2014

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles