লাবিব মাহফুজ
অস্পষ্ট সে প্রতীক্ষা
কল্পিত সুন্দর, স্বাধীনতার জন্য
চাইনা আমি! হোক চির অনন্য সে মহিমা!
যা প্রতীক্ষার বেড়াজালে বন্দী!
স্বতঃ মোর স্বভাবসিদ্ধ প্রশান্ত এ গান
হৃদয় বীণায় বাজুক, তব শান, চির প্রশান্ত অম্লান!
হোক কুৎসিত, বন্দী পরাধীনতার আঁচলে
তবু সেতো মোর আপন!
ক্ষনে ক্ষনে ঘটে তার তরে মোর সংযোগ স্বরণ।
মম হৃদয়ের ধন –
সেইতো আমার জনম জনমের চাওয়া!
প্রতীক্ষিত অদৃশ্য, হউক পবিত্র সুন্দর
অবুঝ এ হৃদয়ে তার নেই পরওয়া, জানি তা
মিথ্যার কারাগার।
উন্মাদ এ হিয়া মাঝে, পঞ্চপুষ্পমন্ডিত আসন জানো কার?
নাচিয়া গাহিয়া যে মোরে করিবে আলিঙ্গন,
আমি হইবো তার।
রচনাকাল – 24/06/2015