লাবিব মাহফুজ
মোরে দাও আবহায়াত, যেন রহি দিনরাত
তোমার প্রেমও ভাবে ডুবে,
দয়াল তুমি বিনা অন্য কিছু, না চাই আমি ভবে।
না চাই আমি অর্থকড়ি, না চাই ভবের জমিদারী গো
আমায় কাঙাল করে ভব মাঝে, বেধে রাখো রূপ বিভবে।
আমার স্বরণ মাঝে থেকো তুমি, ও রূপ যেনো নাহি ভ্রমি
তব চরণে কাওসারের ধারা, পান করে মোর প্রাণ ভরিবে।
দয়াল রূপের আবহায়াতে, রবো আমি ভক্তি সাথে গো
অধম লাবিব বলে সর্বকালে, চরণেই প্রাণ বান্ধা রবে।
রচনাকাল – 20/05/2020