আপন ফাউন্ডেশন

Tag: স্বপ্ন

সংগীত – বেসুরো মোর সুর সেধে আজ

বেসুরো মোর সুর সেধে আজ, তানপুরাতে বাঁধবো এ প্রাণ! আমি যখন স্বপ্ন দেখি, রাত্রি লুকায় ঢাকি আঁখি। সংগীত - লাবিব মাহফুজ।

কবিতা – স্বপ্ন

অতন্দ্র রজনীগন্ধা জেগে থাকে প্রতিরাত জোছনার প্রতীক্ষায় - ঘুমহারা বিবস মদির নয়নে দীর্ঘ স্বপনে হৃদয়ে জলরঙ ছবি এঁকে যায়।

সংগীত – অভিমানে দূরে সরে

অভিমান এ দূরে সরে চলে গেলে কেনো তুমি। চিনলেনা ভালোবাসা, ব্যর্থ জনম নিয়ে, কাঁদি শুধুই আমি। লাবিব মাহফুজ