সংগীত – অভিমানে দূরে সরে

লাবিব মাহফুজ

অভিমানে দূরে সরে চলে গেলে কেনো তুমি
চিনলেনা ভালোবাসা, ব্যর্থ জনম নিয়ে
কাঁদি শুধুই আমি।

তোমার বুকের মাঝে রেখেছিলে লুকিয়ে আমায়
যেন হারিয়ে না যাই, যেনো তুমি ছাড়া অন্য কেউ
খুঁজে না পায়।
থাকতে চেয়েছিলাম সারাটা জনম
সুখ স্বপ্নেতে হৃদয় চুমি।

অভিমানে আদর দিয়ে করলে বিদায়
প্রয়োজন ছিল নাতো ছলনার আদরে
ভালোবাসার অভিনয়ে কিনলে হৃদয়।
বেঁচে থাকার সহায় তো কিছুই দিলে না
একটি মুখের কথা আজো পেলাম না
হারিয়ে যাবো আমি আধারের অতলে
সুখ স্বর্গ থেকে একাকী নামি।

রচনাকাল – 25/03/2012

আপন খবর