লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
প্রভু, ভালোবেসে মোরে আমারই ঘরে
আমাতে লভিলে ঠাঁই –
তবু আমি ত্যাজিয়া তোমারে, মসজিদ মন্দিরে
তোমারে খুঁজিতে যাই!
2.
ওয়াক্ত মেনে নামাজে দাঁড়ায়, বখিল, কৃপন জন
প্রেমিক জনা রহে সর্বদা, মাশুক সম্মুখে দন্ডায়মান!
3.
প্রেমিকের মনে না রহে কভূ সময়ের ভেদজ্ঞান,
প্রতিমুহুর্ত, প্রতিক্ষণে সে রয়, প্রিয়ার ধ্যানেতে মগন!
4.
সবাই শুনে- ঘুমের চাইতে নামাজ উত্তম!
আমি শুনি- প্রেমে পরার পর জেগে থাকা পাপ!
সবাই চায়- সজ্ঞানে স্বরণ তব…
আমি চাই – আত্মবিস্মৃতির অভিশাপ…!
5.
প্রাণের দুয়ারে দাঁড়ায়েছি আমি, প্রাণখানি লয়ে হাতে,
তব নিত্য প্রেমে প্রিয় সাজায়ে মোর প্রাণ, ফিরায়ে দিও ফের আমাতে!
6.
সে এক অপার আকাশ, আমি দিগভ্রান্ত মেঘ হয়ে ভাসি
সে আমায় বাধে সমগ্রতায়, আমি খন্ড হয়ে ফিরে আসি!
7.
না চাহি প্রেম! প্রীতি! মিলন-আশা
না চাহি ঐশ্বর্য! সুখ! ভালোবাসা!
সকল ছাড়ায়ে ওগো নিত্য অবিকার
আমায় বিলীন করো অসীমে তোমার!
8.
প্রভু – পাপ পূণ্য, জ্ঞান অজ্ঞান থাকুক তোমার ঘরে,
আমি জন্মঅন্ধ পথের কুকুর অবাঞ্ছিত, দ্বারে!
ভালো লয়ে, মন্দ লয়ে তোমার ঘরের লেনাদেনা,
আমি ভক্তিদ্বারে বাধা ওগো শক্তিতে পথহীনা!
9.
হারানো আমার শামস ওগো আসো মোর দ্রাক্ষা কুঞ্জবন,
চরণ দলনে, মোর পাষান প্রাণে, বয়ে যাক আব-হায়াত, অনুক্ষণ!
10.
বলো কতোটা সাধিলে পাইবো তোমায়
কতটা বাসিলে ভালো?
বলো কতটা আঁধারে ডুবিলে আমি
তুমি আনিবে রূপের আলো??
আমি ততটাই আঁধারে ডুবিবো
ততটাই তোমারে সাধিবো।
লেখক – লাবিব মাহফুজ চিশতী