কবিতা – উত্তরাধিকারী

লাবিব মাহফুজ

বলি আমার বাংলা মায়ের প্রতি
কোথায় সেদিনের ঐশ্বর্য তোমার,
কোথায় সে সুখ স্মৃতি?
ছিল একদিন ধানে ভরা গোলা
ক্ষেতে ছিল পাট ধান মসুর ছোলা
গমের রুটি ঘি অমৃত কলা
আজকে সে সব শুধু মুখেই প্রীতি!

ছিল মোহিত রূপ হাজার পাড়াগায়
হলে বরষা, সে হতো সরসা
পুকুরের কৈ উঠে আসতো ডাঙায়।
ক্লান্ত দুপুরে করুণ বাঁশির সুরে
ঘুড়ি মেলা আর গরু দাবাড়ে
বাংলার পরিচয় ছিল বিশ্বভরে
ভেলা আর সারির সুরে বাইচের নায়।

আজ কোথায় রূপ তোমার কোথায় সুরেলা গান
হারিয়ে গেলো চোখের সামনে
আমরা তোমার অযোগ্য সন্তান!

রচনাকাল – 14/10/2012

আপন খবর