লাবিব মাহফুজ
তোমায় দু চোখ ভরে দেখবো না গো আর
এতো ক্ষণকালের মোহ প্রিয় –
এ চোখ থাকবে পড়ে কবরে আমার।
আমার দেহের আলিঙ্গনে
তোমায় বাধবো না আর এ জীবনে
এ দেহতো হবে আমার পর।
তোমার প্রেমের আবেশ দিয়ে
আমার দেহের সীমা যাও ছাড়ায়ে
চিরকালের জন্য রহ
আমার হৃদয় মাঝে অনিবার।
আমার ধ্যান নয়নে দাওগো দেখা
যেনো প্রাণে রহে রূপটি আঁকা
শত জন্মেরও থাকবে হয়ে
হৃদয়েরই দীপাধার।
রচনাকাল – 22/11/2020