আপন ফাউন্ডেশন

Tag: Labib Mahfuj

অনুকাব্য – স্বর্গীয় সুখের বেদনা

স্বর্গীয় সুখের বেদনায়, নীলাভ বদন মোর রহে নিত্য বিষাদময়। যেজন করে সদা স্বর্গেরে সৃজন, আপনারই বক্ষে লুকায় তাহার জগতের সব বেদন!

অনুকাব্য – তোমারে ভালোবাসিবার সাধ

যদি নিশার শেষে, ভালোবেসে, সুর সাধো মোর গানে, আমিও সকল ছাড়ি, রইবো পড়ি, তোমার আলিঙ্গনে!

অনুকাব্য – স্মৃতির মিনারে মুরতী তাহার

একটা সকাল কেনো আলোয় ভরাও, বাকী সকালগুলোকে করতে আধার। এক জীবনে কেনো দাও এত ভালোবাসা, বাকী জীবনগুলো করে প্রেমহীন পাথার।