অনুকাব্য – স্বর্গীয় সুখের বেদনা

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
আসিও তুমি
চিনিয়া যাইও মোর হৃদ মরুভূমি!
শুধু মরিচিকা, দিগন্ত দাহিকা
বাতাসে হুতাশ, অনল বাহিকা
পথহীন, নিতি ম্লান, দিবস যামী!
যুঝিও প্রিয় ক্ষুদ্রতা মোর, ক্ষুদ্র আমি!

2.
স্বর্গীয় সুখের বেদনায়
নীলাভ বদন মোর রহে নিত্য বিষাদময়-
যেজন করে সদা স্বর্গেরে সৃজন
আপনারই বক্ষে লুকায় তাহার জগতের সব বেদন!

3.
যদি একবার ডাকি তারে
আমা হতে সে, আমারেই আবার শতবার ডেকে ফিরে!
আমার ভাষা তাহাতে মিশিয়া
আমারেই প্রকাশিছে তাহার করিয়া
তাহাতে আমাতে নিত্য মিশামিশি স্বরূপ সায়রে
আমি তারে, সে আমারে, নিয়ত ভালোবাসি, ভালোবাসিবারে!

4.
আমি নিরুপায় নই, ‍চির নিবেদিত
কারণ, ভালোবাসি;
শতবার তাড়ালেও যাইনা চলে তোমারই কাছে,
ফিরে ফিরে আসি!

5.
এতো ডাকি, তবু ও কি,
পশেনা ও কানে?
এতো আঁকি, চকোর আঁখি,
রূপে সযতনে!
তবু না আসে সে হায়
মোর ধূসর আঙিনায় –
ফাগুন প্রতীক্ষায়, বসে বিরহ বদনে
তবু ডাকি, আঁকিবুঁকি, করি মনে মনে!

6.
হোক; আমার সব প্রার্থনা ‍জুড়ে-
শুধু তোমার আনাগোনা,
আমার প্রতিটি ভালোবাসার বদঅভ্যাসে
থেকো; হয়ে চিরচেনা!

7.
আমায় কে যেনো গো ডাকে
ভাঙন নদীর বাঁকে!
প্রাণ ভাসিয়ে প্রেম যমুনায়
ডাকে আমায় আঁখি চাওয়ায়
আমি তার তরে গো উদাসীনি –
প্রাণ ঘরে না থাকে!
সুরে সুরে কে যেনো গো
আমায় বারে বারে ডাকে!

8.
যখন দূরে জমাট বাধে একরাশ নীল,
শূণ্যতা জুড়ে আল্পনা আঁকে বিরহকাতর দীল!
আমি মনে মনে বুনি, অভিমানী ক্ষণ, পরিচিত উপমায়
সয়ে যাওয়া প্রাণ, নিতি পায় ফিরে, আপনারে, আপনায়…

9.
যত ভালোবাসি গো তারে
নিরবে, সে ততটাই ঝরে আঁখিনীড়ে।
কেনো সূদুর যাতনায়
লুকায়ে নিজেরে, হায়-
চিরব্যাথী, বেদনার সাগরতীরে
রয়ে যায় নিরবধী, দূঃখ পাথারে।
মোর লাজানত প্রাণ তারে না ডাকিতে জানে-
শুধু সব ভালোবাসা মোর রয় তারই শ্রীচরণে!

10.
এমনটাই হোক
কেউ না বুঝুক –
কেনো এতো প্রেমের তিয়াসা?
দিব্যি ভালো থাকা যায়
এসব – বুনোপ্রেম ভূলে হায়!
কেউই যখন বুঝে না – হৃদয়ের ভাষা!

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর