লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
তোমারে ছাড়া যেনো না ভাবি কিছু
যেনো হৃদে থাকে সদা ও রূপ ও ধ্যান,
শ্রীচরণ ছাড়া যেনো না চাই কিছু
তোমার পথের ধূলায় দেখি যেনো জীবনও স্বপন।
2.
পাপ বলে যদি কিছু থাকে এ ধরায়
হীনতা দীনতা নিচতা প্রাণের –
এর চেয়ে বড় পাপ
আর কিছু নয়
3.
প্রাণ মহিমার অতল সাগর
যে নাবিকে দেয় পাড়ি,
পায় সে প্রাণের শাখায় শাখায়
শাশ্বত প্রেমের নিত্যবারি।
4.
প্রাণের প্রতি পরতে পরতে
সে মহত্ব রয় বাধা,
খোঁজ পেলে তার ভব দরিয়ায়
বইবে উজান অনন্ত সুধা।
5.
দৃষ্টি তোমার চ্ছিন্ন করে
রাখলে বদ্ধ বস্তু মোহে,
না পাইলে প্রাণের সুধা
রইলে বদ্ধ জড় দেহে।
6.
কোন জন্মের মোর সাধনার ফলে
পেলাম ঐ শ্রীচরণ এ বুক পরে,
ধন্য হইল মোর এ জনম খানি
তোমার পথে ধূলি রাখিয়া শীরে।
7.
এ জীবন পথের অনন্ত সাধ
শ্রী চরণে বাধতে হৃদয়,
আপনার আপনত্ব ত্যাজিয়া সতত
পূর্ণরূপে মনের বনে পাইতে প্রেমময়
8.
পূর্ণব্রহ্ম মানুষ রূপে
মানব লীলায় সর্বময়,
অসীম মানব মানস গগনে
পূর্ণশক্তি নিত্যময়।
9.
প্রভু তোমার সিন্ধু রূপে
বিন্দু আমি রই স্থির,
তোমার অতল অসীম প্রেমের ধামে
সামান্য মোর প্রাণ অভিসার।
10.
বঞ্ছিত এ ভাগ্যহীনায়
করবে তুমি জীবন দান,
তাই আনন্দে এ হৃদয়ে
বাজছে মনে প্রণয় তান।
লেখক – লাবিব মাহফুজ চিশতী