সংগীত – ধর্মমতের মারপ্যাচেতে

লাবিব মাহফুজ

ধর্ম মতের মারপ্যাচেতে
পইরো না আমার মন,
সংশয়েতে যাইবে বেলা
কঠিন হয় সত্য দরশন।

জীবনও মোর প্রেমই ধর্ম
প্রেম হইল আমার কর্ম,
প্রেম ছাড়া আর কোন সে মর্ম
গাইবে সত্যের জয়গান।

শতদল শত মত মাঝে
হারা হইও না মূল কাজে,
সত্য সে পথ নয়কো সাজে
তা নিরব সু-কঠিন।

প্রেমেই আমার জীবন তরী
প্রেমেই যেন হয় মরণ পাড়ী,
লাবিব বলে প্রেমেই নূরী
প্রেমেই সকল হয় অর্জন।

রচনাকাল – 23/09/2013

আপন খবর