কবিতা – অজানা সুখ

লাবিব মাহফুজ

হঠাৎ দেখার মাঝে
যদি থেকে থাকে এত দগ্ধ দীর্ঘশ্বাস
তাও আলাপহীন, হয়নি চোখে চোখে আলিঙ্গন!
তোমার আঙ্গুলে মেহেদী পাতার রং
দেখেছি দূর থেকে –
দেখেছি –

তোমার অজানা দিগন্ত পানে চাওয়া দৃষ্টি থেকে
তোমার হাতের আঙ্গুলের নিশ্চুপ ভঙ্গিমায়,
কত কি শুনেছি – জানো?
নিরবতায়, উদাস বিরহ রাগীনির মতোই
অঝোড়ে ঝড়াচ্ছিলে বেদনার ঝর্ণাধারা!
যা অবিরাম নেমে আসছিল এমন এক পাহাড়চূড়া থেকে –
যার চারপাশে জমানো বরফগুলো ছিল শুধুই কষ্টের!
অন্তহীন এক গন্তব্যের দিকে ছিল যার ধাওয়া।
ক্রন্দন সমীপে! চিরপরিচিতি অশ্রুজলে!

রচনাকাল – 10/09/2015

আপন খবর