প্রবন্ধ – প্রভুপথের আটটি সামান ও তিনটি মূলনীতি

লেখক – লাবিব মাহফুজ চিশতী

  • হযরত খাজা হামিদুদ্দিন নাগোরী চিশতী (রহঃ) প্রদত্ত দেশনাবলী –

হযরত খাজা হামিদুদ্দিন চিশতী নাগোরী (রহঃ) চিশতীয়া তরিকার একজন মহান ওলী এবং হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) এর মুরিদ ও খলিফা ছিলেন। ৫৮৯ হিজরী বা ১১১৩ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন । হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) এর নিকট থেকে খেলাফত প্রাপ্ত হয়ে তিনি রাজস্থানের নাগৌরে দরবার স্থাপন করেন। খাজা হামিদুদ্দিন নাগোরী ১২৭৬ খ্রিস্টাব্দে ওফাত লাভ করেন। নাগৌরে তার মাজার মোবারক অবস্থিত। সেখানে প্রতিবছর ২৮ রবিউসসানি থেকে ৪ জমাদিউল আউয়াল পর্যন্ত মহা ধূমধামের সাথে ওরশ মোবারক পালিত হয়।

আধ্যাত্ম্য-প্রেম পথের পথিকের জন্য আটটি পথের সামানের কথা বলেছেন হযরত খাজা হামিদুদ্দিন নাগোরী চিশতী (রহঃ)।
১. জ্ঞান – যা ব্যতীত পথিক সঠিক কর্ম হয় না,।
২. কর্ম – যা ব্যতীত উদ্দেশ্য তৈরী করা অসম্ভব।
৩. উদ্দেশ্য – যা ব্যতীত কর্ম মূল্যহীন।
৪. আন্তরিকতা – যা ব্যতীত প্রেম প্রকাশিত হয় না।
৫. প্রেম – যা ব্যতীত ধ্যান প্রতিষ্ঠিত হয় না।
৬. ধ্যান – যা ব্যতীত পথিকের অগ্রগতি ঘটে না।
৭. অগ্রগতি – যা ব্যতীত ঐশ্বরিক দরজা খোলা সম্ভব না।
৮. দরজা উন্মোচন – যা ব্যতীত ইশ্বরপ্রাপ্তি সম্ভব না।

হৃদয় থেকে আত্মার অসীম চৈতন্যের জগতে ভ্রমণ করাটাই এ পথের পথিকের একমাত্র সফলতা।

প্রভুকে প্রাপ্ত করতে চাও?
অনুরাগ সাধনায় প্রভুময় হয়ে যাও।
এটি এমন স্তর, যেখানে
জ্ঞান প্রবেশ করতে পারে না!
হৃদয় তো ক্ষণস্থায়ী আবাস মাত্র
তুমি বরং চলে এসো –
তোমার চিরস্থায়ী আবাসে! আত্মায়!
যা কভুও ধ্বংস হয় না।

অস্তিত্বের এ দুর্গম অভিযাত্রায় সকল কষ্ট-যন্ত্রণা কে হাসিমুখে মেনে নিতে হয়।

আমাদের সকল কর্ম ফলপ্রসু হতে পারতো!
বন্ধু তাঁর নিষ্ঠরতার জন্য অনুতপ্ত হতে পারতো!
আমাদের প্রবাহমান সময় আরো অনুকূল হতে পারতো!
আমরাও পারতাম আমাদের ভাগ্যকে প্রভাবিত করতে!
আফসোস!! তার কিছু্ই হয় নি!

মনে রাখবেন, আত্মিক পথ-পরিভ্রমণের ৩ টি বিশেষ মূলনীতি –
১. আপনার সমস্ত কৃতকর্মের হিসাব প্রভূ নেয়ার পূ্র্বেই আপনি নিজে নিন। নিজের বিচার নিজে করুন।
২. যে ব্যক্তি মনে করে সে ধার্মিক, সে নিজেকেই প্রতারিত করে।
৩. ফকিরের প্রকৃত ইবাদত হলো, প্রভু ব্যতীত সকল চিন্তা বর্জন করা।

মূলনীতি ৩ টি মেনে চললে, হয়তো আপনি প্রভুর দরজায় পৌঁছতেও পারেন।

রচনাকাল – 16/01/2024
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর